ঠাঁই পেলেন মানসিক ভারসাম্যহীন আমেনা
মুখে শুধু বলতে পারেন তার নাম আমেনা। বাবার নাম কুদ্দুস মিয়া ও মায়ের নাম শরিফা। কিন্তু এর বাইরে আর কিছুই বলতে পারেন না তিনি। বয়স আনুমানিক ২৮ বছর। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্য জানতে পারেন স্থানীয় স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাত।
পরে মানসিক ভারসাম্যহীন ওই নারীর বিষয়ে স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাতের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। শুক্রবার (৩ সে) সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা।
স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাত জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভবনের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। এ বিষয়ে ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়াকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন ও ওই নারীর খাবারের ব্যবস্থা করেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দেন তিনি।
পরে মানসিক ভারসাম্যহীন নারী নিরাপত্তাহীনতায় আছেন মর্মে থানায় একটি সাধারণ ডায়রি করেন শান্ত। এরপর দ্রুত সময়ের মধ্যে ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবী মো. শান্ত সিফাত ও মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানার পুলিশ সদস্যদের মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠান ইউএনও।
শান্ত আরও জানান, প্রশাসনের সহযোগিতায় তার সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হওয়ায় ভালো লাগছে। এখন হয়তো আশ্রয় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা শেষে পরিবারকে ফিরে পতে পারেন ওই মানসিক ভারসাম্যহীন নারী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ওই নারীকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের নাম, বাবা ও মায়ের নাম ব্যতীত আর কোনো তথ্য দিতে পারেননি। তাই জেলা প্রশাসক মো. আব্দুলাহ আল খায়রুম মহোদয়ের নির্দেশনায় আইনানুযায়ী ভবঘুরে ঘোষণা এবং থাকার সুনির্দিষ্ট জায়গা না থাকায় থানার পুলিশ সদস্যদের মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ কাজের জন্য ঝিনাইগাতী থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আনসার সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী মো. শান্ত সিফাত ও মঞ্জুরুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের আশ্রয়কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার নির্দেশ মোতাবেক এক মানসিক ভারসাম্যহীন নারীকে হস্তান্তর করেছে পুলিশ। এখন আইনানুযায়ী সরকারিভাবে ওই মানসিক ভারসাম্যহীন নারীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমরান হাসান রাব্বী/এফএ/এমএস