রাজবাড়ীতে জাল সনদে বাল্যবিয়ের চেষ্টা, কনের বাবা-বরের দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৪ মে ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীর জাল জন্ম সনদে বিয়ের আয়োজন করেন তার বাবা। এ অপরাধে তার বাবা মো. সামাদ মণ্ডলকে ৬ মাসের কারাদণ্ড ও বর শাওন শেখকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠান।

শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. সামাদ মণ্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত সন্তোষ মণ্ডলের ছেলে এবং বর শাওন উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

আরও পড়ুন

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, বাল্যবিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন। পরে মেয়ের পরিবার একটি জন্ম সনদ দেখিয়ে মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দাবি করে। এ অবস্থায় মেয়েকে দেখে সন্দেহ হলে সনদটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সনদটি জাল এবং ওই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। এ ক্ষেত্রে এ জাল সনদটি ব্যবহার করে ওই মেয়েকে প্রাপ্তবয়স্ক হিসাবে দেখানো হয়েছে। এ জন্য মেয়ের বাবাকে ৬ মাসের কারাদণ্ড ও বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জাল সনদ তৈরিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনকে বলা হয়েছে।

রুবেলুর রহমান/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।