মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৩ মে ২০২৪

মৌলভীবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এসময় তিনি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেট ও দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ পানের কোনো স্থান ছিল না। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সব আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। এখন থেকে সাধারণ বিচারপ্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমানসহ আদালতের বিচারক ও আইনজীবীরা।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।