কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ মে ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক ও তৃষ্ণার্তদের মধ্যে তিন হাজার বোতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে কুয়াকাটা পেীর ও মহিপুর থানা ছাত্রলীগ।

শুক্রবার (৩ মে) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন কুয়াকাটা পৌর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সৈকতে নামার আগেই পর্যটকদের হাতে এক প্যাকেট করে খাবার স্যালাইন ও ৫০০ মিলিলিটারের একটি করে পানির বোতল তুলে দেন তারা।

কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ

এর আগে বৃহস্পতিবার (২ মে) বিকেলে মহিপুর থানা শাখা ছাত্রলীগ মহিপুর বাজারে আগত দিনমজুর, কৃষক, চালকসহ পথচারীদের মধ্যে এসব পানীয় বিতরণ করে।

কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বায়েজিদ আল আরিফ বলেন, তীব্র তাপপ্রবাহে পথিকদের একটু প্রশান্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ

ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু বলেন, এই ক্লান্তিলগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যতদিন তাপপ্রবাহ না কমবে ততদিন আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।