ধানক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ
যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে মেসকাদ আলী (৪১) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার জোঁকা গ্রামের ঈদগাহের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেসকাদ আলী পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
মণিরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলার জোঁকা মাঠের একটি ধানক্ষেত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। তার পরনে লুঙ্গি ও লাল রঙের শার্ট ছিল। মরদেহের বুকের বাম পাশ ছিল রক্তে ভেজা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মেসকাদ নামের ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।
ওসি মেহেদী মাসুদ বলেন, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মিলন রহমান/এসআর/জেআইএম