টাকা দিয়ে নির্বাচন করার কথা শুনলে ঘৃণা লাগে: শামীম ওসমান
অডিও শুনুন
টাকা দিয়ে নির্বাচন করার কথা শুনলে ঘৃণা লাগে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, আমার কাছে খুব ঘৃণা লাগে একটা কথা। যখন কেউ কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায়। তখন আমার কাছে মনে হয় রাজনীতি করলাম কেন? জনগণ কি এত সস্তা? আপনারা টাকার জন্য ইমান বেচে দেবেন আমি এটা বিশ্বাস করি না।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে এসব কথা বলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, ‘আমি নির্বাচনের দিন কোথাও যাই না। মা-বাবার কবরস্থানে গিয়ে বসে থাকি। কারণ আমি আল্লাহর ওপর বিশ্বাস করি।’
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কেউ কেউ এমন কথা বলছেন, যদি এগুলো আমলে নিই, আগামী কাল কেউ মাঠে নামতে পারবেন না। আমি সেলিম ওসমান না। আমরা জানি কী করতে হবে। আমরা চাই সুন্দর একটা নির্বাচন হোক। যার কপালে আছে সে পাস করবে। কথাবার্তার মধ্যে সীমানা রাখবেন।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ ও ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম