উপজেলা নির্বাচনে সন্ত্রাসীদের ভোট দেবেন না: মেয়র তালুকদার খালেক
এতদিন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আসন্ন উপজেলা নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
তিনি বলেন, ‘মোংলা এলাকায় অশান্তি, বাজারে অস্থিরতা ও জোর করে কাউকে ঘের করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাচন ঘিরে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। যারা বিগত সময়ের নির্বাচনে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তাদের কেউ ভোট দেবেন না। যাদের ভোট দিলে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন তাদেরই ভোট দেবেন।’
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আবদুল খালেক বলেন, ‘আপনাদের ভোটে যারা জিতবে আমি তাদেরকে সঙ্গে নিয়েই এ এলাকার উন্নয়নে কাজ করবো। বিগত ৩৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আমি সবসময় মোংলা-রামপালের মানুষকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছি। আমি আবারও বলছি, যারা অপশক্তি, যারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচন করতে চায়- তাদের প্রত্যাখ্যান করবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান। এতে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জসিম।
সমাবেশে পৌর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আবু হোসাইন সুমন/কেএসআর