তাপপ্রবাহ

টাঙ্গাইল ক্লাস করা অবস্থায় অসুস্থ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রচণ্ড গরমে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৃষ্টি তনুকা বলেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। তার চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।

আরিফ-উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।