ভোলায় অ‌গ্নিকাণ্ডে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় অ‌গ্নিকাণ্ডে প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১০ কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে দাবি ক্ষ‌তিগ্রস্তদের।

শ‌নিবার (২৭ এপ্রিল) রাত পৌ‌নে ১২টার দিকে ভোলার তজুম‌দ্দিন উপজেলার দ‌ক্ষিণ খাসেরহাট বাজারে এ অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতি‌দিনের মতো রাতে দোকানপাট বন্ধ করে বা‌ড়িতে চলে যান ব্যবসায়ীরা। পরে রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সান‌জিদা গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নি‌য়ন্ত্রণে আসে। ততক্ষণে গার্মেন্টস, মু‌দিদোকান, টি‌ভি-‌ফ্রিজের শোরুম, ইলেকট্রনিকস দোকান, খাবার হোটেল, জুতার দোকান ও ফার্মেসিসহ প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে প্রায় ১০ কো‌টি টাকার মতো ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে দাবি তাদের।

ভোলা ফায়ার সা‌র্ভিসের উপ-সহকারী প‌রিচালক লিটন আহমেদ জানান, চারটি ইউ‌নিট দুই ঘণ্টা চেষ্টা চা‌লিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ক্ষ‌তিগ্রস্তদের তা‌লিকা তৈ‌রি করা হবে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।