ভোলায় পথচারীদের মাঝে স্যালাইন-পানি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

ভোলায় তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গরমে কর্মব্যস্ত পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি দিতে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে জেলা প্রেসক্লাবের সামনেসহ বিভিন্ন সড়কে কয়েক শত খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করা হয়। পাশাপাশি এই গরমে পথচারীদের করণীয় বিষয়ে সচেতন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান। এসময় আরও উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল প্রমুখ।

ভোলায় পথচারীদের মাঝে স্যালাইন-পানি বিতরণ

এ বিষয়ে জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান সাদ্দাম হোসেন জাগো নিজকে জানান, প্রচন্ড দাবদাহে আমরা ভোলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সকল শ্রেণি পেশার পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করছি। পাশাপাশি তাদেরকে এ তীব্র তাপে চলাচলে জন্য ছাতা ব্যবহারসহ করণীয় বিষয়ে সচেতন করে যাচ্ছে। আজ শনিবার থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এটি আগামীতেও অব্যহত থাকবে।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।