আসামির ভাইকে পিটিয়ে জখম, এসআই ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৭ এপ্রিল ২০২৪

নোয়াখালীর সূবর্ণচরে আসামির বড় ভাইকে থানায় নিয়ে পিটিয়ে জখমের দায়ে চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেলকে পুলিশলাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এক আদেশে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে প্রত্যাহার করার নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্লাহ ও এসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোস্তাফিজুর রহমান ভুঁইয়া। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম কালু ব্যাপারীর ছেলে মো. রায়হান (১৮) প্রেমের টানে পার্শ্ববর্তী স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুক্তাকে (১৪) নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উভয় পরিবার থানায় অভিযোগ দিতে গেলে আসামি রায়হানের বড় ভাই ছাত্রলীগ নেতা রাকিবুর রহমানকে (২১) উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল নিজের কক্ষে আটকে বেদম মারধর করেন। এতে রাকিব অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধাতব বস্তুর আঘাতে রাকিবের কপাল কেটে গেছে। সেখানে তিনটি সেলাই করতে হয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ সুপারের আদেশ পেয়ে এসআই মোজাম্মেলকে রাতেই ছাড়পত্র (সিসি) দেওয়া হয়েছে।

তবে এসআই মোজাম্মেলের মোবাইলে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।