বান্দরবান
আদালতে জবানবন্দি দিলেন অপহরণের শিকার সোনালী ব্যাংকের ম্যানেজার
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সশস্ত্র সংগঠন কেএনএফের ডাকাতির ঘটনার অন্যতম প্রধান সাক্ষী ম্যানেজার নিজাম উদ্দিনের জবানবন্দি নিয়েছেন আদালত।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় ব্যাংক ম্যানেজারকে। বিকেল ৩টা থেকে শুরু হয় জবানবন্দি গ্রহণ। চলে রাত ৯টা পর্যন্ত। দীর্ঘ ছয় ঘণ্টার জবানবন্দিতে রুমা ব্যাংক ডাকাতির বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন।
কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক বলেন, রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনের জবানবন্দি নিয়েছেন আদালত। দীর্ঘক্ষণ জবানবন্দিতে ব্যাংক ডাকাতির মামলায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস