ভৈরবে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ
কিশোরগঞ্জের ভৈরবে শীতলপাটি নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আগানগর গ্রামের পূর্বপাশে শীতলপাটি নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ড্রেজার মালিক দেলোয়ার হোসেন, ড্রেজার শ্রমিক শাহাদাৎ হোসেন ও সুজন মিয়া।
পুলিশ জানায়, একটি প্রভাবশালী চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শীতলপাটি নদীতে অবৈধ ভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান মনির জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাজীবুল হাসান/এনআইবি/এএসএম