সিরাজগঞ্জে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা
সিরাজগঞ্জের তাড়াশের রানীরহাট এলাকায় বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মের অভিযোগে নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জাগো নিউজকে তিনি জানান, পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকা ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এসময় পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন, মোক্তার হোসেন, তাড়াশ উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ও তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এনআইবি/জেআইএম