বাণিজ্য বিষয়ক সভায় যোগ দিতে ভুটানে ছয় সদস্যের টিম
বাংলাদেশ-ভুটান নবম বাণিজ্য সচিব পর্যায়ের সভায় যোগ দিতে ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে গেছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল সোয়া ১২টায় ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন তারা।
জানা গেছে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী সভায় যোগ দিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দলের অন্যান্য সদস্যরা হলেন-ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মাহবুবুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক এ.টি.এম রকিবুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফ রায়হান কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস আন্তর্জাতিক ব্যবসা ও চুক্তি বিষয়ক দ্বিতীয় সচিব ওমর মবিন।
প্রতিনিধি দলের সদস্যগণ উপজেলা প্রশাসন, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সংক্ষিপ্ত সভা করেন। এতে অন্যান্যদের মধ্যে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান, স্থলবন্দর কর্তপক্ষের সহকারি পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান এবং পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জাগো নিউজকে বলেন,পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গে সচিব পর্যায়ে বাণিজ্য সম্প্রচার,ও দ্বিপাক্ষীয় বাণিজ্য বিষয়ক বৈঠক করবেন। দুপুর ১২ টার দিকে ছয় সদস্যের ওই টিমটি বুড়িমারী স্থল বন্দর হয়ে ভুটানে প্রবেশ করেন। প্রতিনিধি দল ২৬ এপ্রিল সকালে কোলকাতা থেকে বিমানে ঢাকা ফিরবে বলে জানা গেছে।
রবিউল হাসান/এনআইবি/জেআইএম