চাঁদপুর

গরমজনিত রোগে হাসপাতালে ভিড়, মেঝে-বারান্দায় চলছে চিকিৎসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২২ এপ্রিল ২০২৪

চাঁদপুরে প্রচণ্ড গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। কয়েকদিনের টানা তাপপ্রবাহে চাঁদপুরে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে অসুস্থ রোগীরা এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তবে সব বয়সের মানুষের কষ্ট হলেও এ গরমে সবচেয়ে বেশি কাবু করেছে শিশুদের। হাসপাতালে ভর্তি রোগীর প্রায় ৮০ শতাংশই শিশু। তাই গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, তৈলাক্ত খাবার পরিহার করা, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালে গিয়ে দেখা যায়, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন রোগীর অনেক বেশি। টিকিট কাউন্টারের সামনে নারী-পুরুষের ভিড়। দূর-দূরন্ত থেকে আসা রোগীদের মধ্যে গরমের কারণে অসুস্থ রোগী বেশি। বর্তমানে শিশু ওয়ার্ডের ৪২ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৩১ জন। এরমধ্যে সকালে নতুন করে আরও ১০ শিশু ভর্তি হয়েছেন।

গরমজনিত রোগে হাসপাতালে ভিড়, মেঝে-বারান্দায় চলছে চিকিৎসা

টিকিট কাউন্টারে নাছিমা বেগম নামের এক শিশু রোগীর মা বলেন, গত দুদিন ধরে মেয়ের ঠান্ডা, জ্বর। কোনোভাবে না কমায় ডাক্তার দেখাতে এসেছি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আবদুল আউয়াল বলেন, দেড় বছরের শিশুকে নিয়ে হাসপাতালে এসেছি কিন্তু এত রোগী ভিতরে সিট পাইনি। যার করণে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। এখন অনেকটা সুস্থ।

গরমজনিত রোগে হাসপাতালে ভিড়, মেঝে-বারান্দায় চলছে চিকিৎসা

শিশু চিকিৎসক আসমা বেগম বলেন, গরমের প্রভাবে রোগীর সংখ্যা বাড়ছে। এতে করে আমাদের বেগ পেতে হচ্ছে। গরমের এ সময়ে শিশুদের গোসল করাতে হবে। বিশেষ করে ছয়মাস বয়সী শিশুদের মায়ের বুকের দুধ পান করাতে হবে। এছাড়া অন্যদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আশ্রাফ চোধুরী বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের সেবা দিতে। আমাদের ওষুধ পর্যাপ্ত আছে। শুধু রোগী চাপে বেড সল্পতা রয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।