বাবাকে আদর করতে গিয়ে অটো উল্টে প্রাণ গেলো শিশু শান্তার
মুন্সিগঞ্জের লৌহজংয়ে চালক বাবাকে আদর করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে শান্তা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে পদ্মা সেতু উত্তর থানা এলাকার শিমুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাবা ও মাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
নিহত শান্তা বরিশালের হিজলা উপজেলার গঙ্গাপুর এলাকার শাকিলের মেয়ে। তার পরিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বরিসুর এলাকায় বসবাস করে।
স্বজনরা জানান, শাকিল পেশায় একজন অটোচালক। মেয়ে শান্তা বাবার অটোতে চড়ে বেড়ানোর আবদার করলে স্ত্রীসহ শিমুলিয়া ঘাটে এসেছিলেন। মেয়েকে শিমুলিয়া ঘাট ঘুরেফিরে দেখানোর পর কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় পাশে বসা শিশু শান্তা তার বাবাকে আদর করতে যায়। তখনই অটোর নিয়ন্ত্রণ হারান শাকিল। গাড়ি উল্টে গেলে চাপা পড়ে শান্তা। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনাটি মর্মান্তিক। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গাড়ি চালানোর সময় আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম