ভাতিজাদের ১০ টাকা বেশি সালামি দেওয়ায় স্বামীকে কুপিয়ে জখম
লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ১০ টাকা বেশি সালামি দেওয়ায় তাইজুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উন্নত চিকিৎসার জন্য আহত তাইজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তাইজুল ইসলাম নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকার মকবুল হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে ঈদ সালামি দিতে থাকেন। এসময় তার স্ত্রী রাশেদা বেগম (২৫) ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্ক শুরু হয়।
এক পর্যায়ে রাশেদা বেগম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার স্বামী তাইজুল ইসলামকে কোপ দেন। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তাইজুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
তাইজুলের স্ত্রী রাশেদা বেগম জাগো নিউজকে বলেন, আমার স্বামী আমাকে ওই দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি বাঁধা দেই। এতে ওই দা আমার স্বামীর ঘাড়ের নিচে লাগে। একজন স্ত্রী স্বামীকে এভাবে কোপাতে পারে না। হাতাহাতি করার সময় দা তার পিঠে লাগে।
তাইজুল ইসলামের ছোট ভাই নুর ইসলাম জাগো নিউজকে বলেন, ভাই গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় তলায় একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনারুল ইসলাম বলেন, আহত ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল হাসান/এনআইবি/জেআইএম