সিরাজগঞ্জ

ঈদের আগের দিন ফাঁকা উত্তরের মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১০ এপ্রিল ২০২৪
ছবি জাগো নিউজ

ঢাকা-সিরাজগঞ্জ সড়কে নেই যানবাহনের চিরচেনা ভিড়। বুধবার (১০ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে দেখে মেলেনি কোনো যানবাহনের।

ঈদের আগেরদিন ফাঁকা উত্তরের মহাসড়ক

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বলেন, গতরাত পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ ছিল। তবে সকাল থেকে মহাসড়ক একেবারেই ফাঁকা। কারণ গত দুইদিনে বেশির ভাগ মানুষ ঢাকা থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার মহাখালী থেকে সিরাজগঞ্জ রুটে চলে এইচ কে ট্রাভেলস পরিবহন। এ পরিবহনের চেকার রুবেল সেখ জাগো নিউজকে বলেন, যাত্রী না থাকায় আমরা কাউন্টার বন্ধ করে দিয়েছি। তবে কিছু গাড়ি লোকাল হিসেবে চলছে।

ঈদের আগেরদিন ফাঁকা উত্তরের মহাসড়ক

হাটিকুমরুল এলাকার মুদি ব্যবসায়ী আসলাম সেখ জাগো নিউজকে বলেন, এই প্রথম দেখলাম ঈদের আগের দিনও মহাসড়ক একেবারে ফাঁকা।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।