দুই মাস পর মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু
দুই মাস ৭ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনিতে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে পাথর উত্তোলন শুরু হয়।
মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
খনির ইয়ার্ডে বিভিন্ন সাইজের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত সৃষ্টি হওয়ায় স্থান সংকুলানের কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে।
মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী বলেন, দুই মাসে দুই লাখ টনেরও অধিক পাথর বিক্রি হয়েছে। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় আট লাখ মেট্রিকটন পাথর মজুত রয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়, সোমবার (৮ এপ্রিল) বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলন কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের অধিক পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলন কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
প্রতিমাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন সাইজের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত গড়ে ওঠে। পাথর রাখার স্থান সংকুলানের কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে। এ সময় খনি থেকে পাথর উত্তোলন কাজে কর্মরত ৭ শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়।
এমদাদুল হক মিলন/এফএ/এএসএম