বাংলাদেশ সীমান্তে দুই রাখালকে বিএসএফের গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১০ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে দুই রাখালকে গুলি করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বাংলাদেশি হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। ওই সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। তবে ওই দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তবাসী অভিযোগ করে বলেন, প্রতিনিয়তই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফের ধাওয়ায় পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি এক ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি। এ ঘটনার পর আমরা বিষয়টি বিজিবিকে অবগত করেছি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।

রবিউল হাসান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।