সিরাজগঞ্জ
ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মানুষ
ঈদ আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন নিম্নআয়ের মানুষ। বাস ভাড়া বেশি হওয়ায় তপ্ত রোদে ট্রাক-পিকআপের যাত্রী হয়েও ফিরছেন শিশু বৃদ্ধ বয়সের নারী ও পুরুষ।
এমন ঝুঁকির কথা স্বীকার করে আব্দুল মতিন (৪৩) নামের এক ট্রাক যাত্রী জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে বাসে দুইগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এজন্য ঝুঁকি নিয়ে ২৫০ টাকায় প্রখর রোদে ট্রাকে এসেছি। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
আব্দুল মতিন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের বাড়িতে রেখে যাওয়া সন্তান ও স্বজনদের সঙ্গে ঈদ করতে এসেছেন। তিনি চাকরি করেন পোশাক কারখানায়। এবার বেতন-বোনাসসহ তিনি ২১ হাজার টাকা হাতে পেয়েছেন। ঢাকা আব্দুল্লাহপুর থেকে ২৫০ টাকা ভাড়ায় কড্ডায় নেমেছেন। তিনি এ ঈদে স্বজনদের কেনাকাটায় ব্যয় করেছেন ১৫ হাজার টাকা। বাকি ৬ হাজার টাকা দিয়ে ঈদ খরচ ও ছুটি শেষে তাকে ঢাকায় ফিরতে হবে। এ টাকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে এসেছেন বলে জানান।
ট্রাকে বাড়ি ফেরা নারী পোশাক শ্রমিক মনোয়ারা খাতুন (৩১) জাগো নিউজকে বলেন, স্বামী-সন্তান নিয়ে এই গরমে স্ট্রোক করার মতো অবস্থা জেনেও ট্রাকে করে গন্তব্যে পৌঁছলাম। ঈদে বাড়ি আসবো বলে কেনাকাটা করে সব টাকা প্রায় শেষ। এখন ছুটি শেষে কর্মস্থলে গেলেই হলো।
ঢাকা থেকে বাসে কড্ডায় ফেরা রাব্বি নামের এক বেসরকারি চাকরিজীবি জাগো নিউজকে বলেন, ২৫০ টাকার বাস ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে। ঈদে বাড়ি ফিরতে হবে এ জন্য অতিরিক্ত ভাড়া নিলেও কিছু করার নেই।
নাম প্রকাশ না শর্তে ঢাকা থেকে ছেড়ে আসা অভি এন্টারপ্রাইজের বাস চালক জাগো নিউজকে বলেন, ঈদের ছুটিতে যাত্রীদের চাপ ও মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এ জন্য একটু বেশি ভাড়া নেওয়া হয় বলে স্বীকার করেন।
এম এ মালেক/আরএইচ/এমএস