গাইবান্ধায় ভাড়া নিয়ে দ্বন্দ্বে ভ্যানচালককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাড়া নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, রাসেল একজন প্রতিবন্ধী ছিলেন। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সন্ধ্যার পর যাত্রী নিয়ে তিনি রওয়ানা হন। মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে নেওয়া হয়। রাতেই তার মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।