‘মানসিক চাপে’ ট্রেনের সামনে ঝাঁপ দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আবু মুসা (৪০) নামের মাদরাসার এক দপ্তরি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু পৌরসভার উলট্ট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু মুসা উপজেলার মালঞ্চ হাটুরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি কাহালুর দুর্গাপুর এনায়েতুল্লাহ মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস যখন কাহালুর উলট্ট পার হচ্ছিল তখন মুসা ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

ওসি সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে জেনেছি মুসা ব্যক্তিগত কারণে মানসিক চাপে ছিলেন। সেই চাপে হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।