ফরিদপুরে আতশবাজি-পটকা ফোটানো ও বিক্রি নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি ও পটকা ফোটানো এবং বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে নিষেধাজ্ঞা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে সোমবার (৮ এপ্রিল) জনসাধারণের উদ্দেশে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো, অশ্লীলভাবে নাচগান করা, আতশবাজি ও পটকা বেচাকেনা এবং সবধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এবং মানুষের দুর্ভোগ লাঘবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিসি কামরুল আহসান তালুকদার।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।