ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য পুলিশের ফ্রি বাস সার্ভিস

জুয়েল সাহা বিকাশ
জুয়েল সাহা বিকাশ জুয়েল সাহা বিকাশ , জেলা প্রতিনিধি, ভোলা ভোলা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

ভোলায় ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও বিড়ম্বনা দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ। ভাড়া ছাড়াই যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশের এমন সেবা পেয়ে খুশি যাত্রীরা।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে ভোলার ইলিশা ঘাটে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন। এটি আজ ইলিশা ঘাট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত চললেও মঙ্গলবার থেকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য পুলিশের ফ্রি বাস সার্ভিস

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে গিয়ে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় কর্মরতরা নাড়ির টানে ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে পরিবহনগুলো। অতিরিক্ত ভাড়া দিয়েও বসার সিট পাচ্ছেন না যাত্রীরা। দাঁড়িয়ে থেকে, বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে ছুটছেন তারা। ঘরমুখো এসব যাত্রীদের হয়রানি ও কষ্ট দূর করতে ভোলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফ্রি বাস সার্ভিস। এ বাসে করে একসঙ্গে ৫০ জন ইলিশা ঘাট থেকে ভোলা সদর হয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে পারছেন।

ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য পুলিশের ফ্রি বাস সার্ভিস

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে এ সেবা শুরু হয়েছে। চলবে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।