ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৬ এএম, ০৮ এপ্রিল ২০২৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। বৃহস্পতিবার (৪ মার্চ) ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রোববার (৭ এপ্রিল) দুপুরে পদত্যাগপত্র গ্রহণের তথ্য নিশ্চিত করে ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করবো।

তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আসন্ন ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সাম্প্রতিক সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার মাঠপর্যায়ে বেশ সরব ছিলেন। বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করছেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করেছেন। এছাড়াও বিভিন্ন সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে হারুন মজুমদার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমার দলীয় ও সাংগঠনিক কিছু বিষয় রয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট গ্রহণ ৮ মে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।