ফরিদপুরে গরুর মাংসের কেজি ৬০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

ফরিদপুরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।

রোববার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি থেকে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মাঝে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।