ভোলায় নানাবাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

ভোলার চরফ্যাশনে নানা বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. জুনায়েদ হোসেন (৫) ও মো. আরাফাত হোসেন (৫)।

জুনায়েদ হোসেন উপজেরার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মো. হারুনের ছেলে ও আরাফাত ঢাকার মো. স্বপনের ছেলে। দুজন সম্পর্কে খালাতো ভাই।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুদিন আগে পরিবারের সঙ্গে তারা নানার বাড়িতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। কোনো এক সময় তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।