বাগেরহাটে হরিণ ও শূকরের মাংসসহ যুবক আটক
পূর্ব সুন্দরবন থেকে ইয়াসিন হাওলাদার (৩০) নামের এক হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস উদ্ধার করা হয়।
সোমবার (১ এপ্রিল) রাতে শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার বন থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় তাকে রেঞ্জ অফিসে আনা হয়।
আটক ইয়াসিন হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার আলম হাওলাদারের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারি দলের আরও চার সদস্য পালিয়ে যান। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআর/এমএস