ইফতারের সময় ডেকে নিয়ে হত্যা, সেপটিক ট্যাংকে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ৩১ মার্চ ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে ইফতারের সময় ফোন করে ডেকে নিয়ে উজ্জ্বল মিয়া (১৪) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে।

নিখোঁজের চারদিন পর রোববার (৩১ মার্চ) বিকেলে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত উজ্জ্বল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের উশর আলীর ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। তারা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকাসক্ত হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইফতারের সময় ডেকে নিয়ে হত্যা, সেপটিক ট্যাংকে মিললো মরদেহ

নিহতের ফুপাতো ভাই মিজানুর রহমান জানান, বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় উজ্জ্বলকে তার ইমো নম্বরে একজন কল করে। এতে সে বের হয়ে যায়। পরে উজ্জ্বলের নম্বর থেকে তার বোন অন্তরা আক্তারকে কল করে জানানো হয় যে, বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে, নইলে তাকে মেরে ফেলা হবে। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর উজ্জ্বলের বাবা উশর আলী থানায় লিখিত অভিযোগ দেন। এরপর ঘটনার তদন্ত ও কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন একই গ্রামের দোকানদার শাহাবুদ্দিনকে পুলিশ আটক করলেও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক তাকে ছাড়িয়ে নিয়ে যান।

রোববার দুপুরে প্রতিবেশী রাজমিস্ত্রি আপেলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।