সিরাজগঞ্জ

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৯ মার্চ ২০২৪

রাস্তায় দীর্ঘ সারি। বিছানো চটে বসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সবার মুখে ক্লান্তির ছাপ। অপেক্ষমাণ তারা। ইফতারের ঠিক আগে এমনই দৃশ্য চোখে পড়লো সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে।

প্রথম রমজান থেকেই ৩০০ ছিন্নমূলকে প্রতিদিন বিনামূল্যে ইফতার করাচ্ছে ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপ’ নামের সংগঠনটি। বিনামূল্যে এ ইফতার পেয়ে খুশি ছিন্নমূল মানুষ, রিকশাশ্রমিক, ক্ষুধার্ত নারী-পুরুষ ও শিশুরা।

বিজ্ঞাপন

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য শামীম রেজা জাগো নিউজকে বলেন, সিরাজগঞ্জ শহরের সবচেয়ে জনবহুল স্থান বাজার স্টেশন। এখান দিয়ে ইফতারের সময় অনেক মানুষ যাতায়াত করেন। আমরা মূলত ছিন্নমূল মানুষদের কথা বিবেচনা করে ফেসবুক থেকে সংগ্রহ করা অর্থে এ ইফতারের আয়োজন করি। এতে প্রতিদিন শুধু ছিন্নমূলরা না; রিকশাচালক, পথচারী, ভিক্ষুক, অসহায় ও দরিদ্র শ্রেণির প্রায় ৩০০ মানুষ ইফতারে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা জানান, ইফতারের প্রথম কদিন ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা, তরমুজ, আপেল, আঙুর ও শরবতসহ বেশ কয়েকটি আইটেম দেওয়া হয়। পরে যোগ খিচুড়ি, মাংস ও দই।

এ নিয়ে তৃতীয় বছরের মতো এ আয়োজন করেছে সংগঠনটি। শুধু ইফতারের আয়োজন নয়, মসজিদ-মাদরাসায় বিনামূল্যে কোরআন ও টিউবওয়েল বিতরণ করে আসছে ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপ’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

বিনামূল্যে ইফতার করতে আসা ভিক্ষুক আছমা খাতুন জাগো নিউজকে বলেন, আমাদের ইফতার কেনার সামর্থ্য নেই। তাই প্রতিদিন এখানে এসে পেট ভরে ইফতার করি। আগের বছরও এখানে ইফতার করেছি।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।