কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামটি
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২৪

পানি ব্যাপক হারে কমে যাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে পাঁচ উপজেলার সঙ্গে নৌ চলাচল। দীর্ঘদিনের অনাবৃষ্টি এবং পলিমাটি ভরাট হয়ে লেকের পানির স্তর কমে যাওয়ায় পানির উপর নির্ভরশীল এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে এসেছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, পানি বিদ্যুৎকেন্দ্রে রয়েছে পাঁচটি ইউনিট। এগুলো একযোগে সচল থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বর্তমানে মাত্র এক ইউনিট সচল রয়েছে।

বর্তমান সময়ে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯০ ফুট মিন সি লেভেল (এমএসএল) থাকার কথা থাকলেও রয়েছে ৮০ ফুট মিন সি লেভেল। অর্থাৎ রুলকার্ভের পরিমাপ অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে প্রায় ১০ ফুট পানি কম রয়েছে।

এদিকে কাপ্তাই হ্রদে সম্প্রতি ভারী বৃষ্টিপাত না হলে পানি বাড়ার সম্ভাবনা নেই। এতে পানি স্বল্পতায় দিন দিন কমে আসবে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ।

এবিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানির স্তর কমেছে। এতে বর্তমানে একটি ইউনিট দিয়ে দৈনিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। সামনে বৃষ্টি হলে এবং হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।

সাইফুল উদ্দীন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।