নেত্রকোনায় সরকারি খাদ্য কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৮ মার্চ ২০২৪
ফাইল ছবি

নেত্রকোনার মদনে সরকারের খাদ্য কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম. আরিফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ওই উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

সহকারী কমিশনার এটিএম. আরিফ বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদ খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত থাকার বিষয়টি জানতে পারি। পরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরে ৪২ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। পরে এসব চাল জব্দ করে স্থানীয় খাদ্য গুদামে পাঠানো হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে দুলদুল মুন্সিকে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

তিনি আরও জানান, দুলদুল মুন্সি হতদরিদ্রদের মাঝে বিতরণ করা সরকারি চাল অবৈধভাবে কিনে নিজের ঘরে মজুত করে রাখেন। পরে সুযোগ বুঝে এসব চাল বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এইচ এম কামাল/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।