জাগো নিউজে সংবাদ প্রকাশ

সিলেটে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৭ মার্চ ২০২৪

জাগো নিউজে ‘অপরিকল্পিত নগরায়ন, ভোগান্তির জীবন’ শীর্ষক ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করছে সিসিক। গত কয়েকদিন ধরে নিয়মিত অভিযান চালিয়ে সড়কে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ করা হচ্ছে।

আরও পড়ুন

বুধবার (২৭ মার্চ) নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুটপাতে অবৈধভাবে পার্কিং এবং মালামাল রেখে ব্যবসা চালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

সিলেটে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের অভিযান

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মতিউর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।

আরও পড়ুন

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, সিলেট নগরীর যানজট, হকার ও দুর্ভোগ নিয়ে টানা ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় জাগো নিউজে। এসব প্রতিবেদনে মানুষের দুর্ভোগের নেপথ্য কারণগুলো তুলে ধরা হয়। এরপর থেকেই নড়েচড়ে বসে নগর কর্তৃপক্ষ। প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জরিমানা আদায় করা হচ্ছে।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।