দেশের প্রথম আধুনিক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৬ মার্চ ২০২৪

কিশোরগঞ্জের বাজিতপুরের দেশের প্রথম আধুনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন এলাকায় নবনির্মিত এ ভাগলপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি আফতাব-রহিমা ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য ও ট্রাস্টি আবু লুৎফে ফজলে রহিম খান, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল আনোয়ার অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. অনন্যা হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি মো. সানোয়ার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গোলাপ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মস্তুফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, এটিই বাংলাদেশের প্রথম আধুনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এ কেন্দ্রে সব ধরনের চিকিৎসাসেবাসহ আধুনিক ব্যবস্থা রয়েছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এই কেন্দ্রের ডিজাইন করা হয়েছে। যা একটি মাইলফলক হয়ে থাকবে।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খালেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ অধ্যাপক মো. সাঈদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।