আমদানি বন্ধের খবরে বাড়লো পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ মার্চ ২০২৪

রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবরে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। দুদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে এসেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘গতকাল রাতে বাজারে শুনলাম পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। এখন কিনতে এসে দেখি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাতের মধ্যেই কেজিতে বেড়েছে ১০ টাকা।’

আমদানি বন্ধের খবরে বাড়লো পেঁয়াজের দাম

শহরের শিবতলা এলাকার বাসিন্দা আলী হায়দার বলেন, ‘দুদিন আগেই পেঁয়াজ কিনেছি ৪৮ টাকা কেজি। আজ ৬০ টাকা হয়ে গেছে। এটা দুঃখজনক। বাংলাদেশে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেশি বাড়ছে।’

শরিফুল ইসলাম নামের এক আড়তদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে দেশের চাহিদার চেয়ে বেশি সরবরাহ হচ্ছিল। এজন্যই মূলত দাম কমেছিল। তবে গতকাল পেঁয়াজ রপ্তানিতে নিষেধাক্কা দিয়েছে ভারত। এ খবরে ফের পেঁয়াজের দাম বেড়েছে।

আমদানি বন্ধের খবরে বাড়লো পেঁয়াজের দাম

চাঁপাইনবাবগঞ্জের বাজার তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত খুবই ধূর্ত প্রকৃতির। যেই শুনেছে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, সরকার পেঁয়াজের দাম ৬৫ টাকা কেজি বেঁধে দিয়েছে। এর চেয়ে বেশি দামে বিক্রির সুযোগ নেই। ৬৫ টাকা টাকার বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।