ইঞ্জিন বিকল

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৩ মার্চ ২০২৪

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জেলেরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত ১৫ মার্চ বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এফবি হানিফ মুন্সী নামের মাছ ধরার একটি ট্রলার বঙ্গোপসাগরে যায়। মঙ্গলবার (১৯ মার্চ) গভীর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে কোস্টগার্ড। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ট্রলারসহ ওই ১২ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হবে।

উদ্ধার জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায় বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আবু হোসাইন সুমন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।