গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২২ মার্চ ২০২৪

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে রফিকুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

অব্যহতিপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক চিঠিরপ মাধ্যমে ই রফিকুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়।

জানা যায়, পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২১ সালের ৬ অক্টোবর নাসিমা খাতুন বাদি হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ওই মামলায় চার্জ গঠন হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

শামীম সরকার শাহীন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।