সিরাজগঞ্জে ২৫০ অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২১ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ ও বাঘাবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, মুসুরের ডাল দুই কেজি, সয়াবিন তেল দুই লিটার, আলু দুই কেজি ও চাল ১০ কেজি।

সিরাজগঞ্জে ২৫০ অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

এসময় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান, সোনাতনী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেজাউল করিম জাগো নিউজকে বলেন, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আমরা বিশ্বের ৪৩ দেশে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে বাংলাদেশের চারটি জেলায় দুই হাজার ২০০ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এম এ মালেক/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।