গোপালগঞ্জে ১১ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৮ মার্চ ২০২৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ১১টি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অপরাধের দায়ে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও দুটি ক্লিনিককে সতর্ক করে দেওয়া হয়।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ১০০ শয্যা হাসপাতাল গেট এলাকায় সিভিল সার্জন ডা. জিল্লুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা তপাদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গোপালগঞ্জে ১১ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

এসময় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক অভিযানের বিষয়টি জানতে পেরে পালিয়ে যান।

সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান জানান, জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোটালীপাড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে বিভিন্ন অপরাধের দায়ে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ক্লিনিককে সতর্ক করে দেওয়া হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।