ফুলবাড়ীতে তিন ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ভাটা চালানোর অভিযোগে তিনটি ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক রানায়েত আলী রেজাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জাগো নিউজকে বলেন, উপজেলার সবচেয়ে বড় তিনটি ইটভাটা দীর্ঘ দিন যাবৎ পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছে। ইটভাটায় আগুন দেওয়ার অনুমতি না নিয়ে ইট পোড়ানো ও অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি ব্যবহার করছে এমন অভিযোগ পেয়ে আমরা ভাটা গুলোতে অভিযান পরিচালনা করি। এসময় আমিন ব্রিকসকে দুই লাখ টাকা, ইসলাম ব্রিকসকে দুই লাখ টাকা ও রহমান ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে পরিবেশের ছাড়পত্র, ইট পোড়ানোর অনুমতিপত্র ও অনুমোদিত মাটি ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।