মাগুরায় মেয়াদোত্তীর্ণ ১২০ বস্তা খেজুর জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৬ মার্চ ২০২৪

মাগুরা শহরের গৌতম ফল ফান্ডারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মজুদকৃত ১২০ বস্তা খেজুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত ফল ব্যাবসায়ী গৌতম বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বিকালে শহরের পশু হাসপাতাল পাড়ায় ওই ফল ভান্ডারের গুদামে এ অভিযান পরিচালনা করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান।

তিনি জানান, খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী এই কারচুপির আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছে। ফল ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছে, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকায় এই খেজুর কেনা হয়েছিল। তিনি ইতিমধ্যে ৮০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করেছেন।

মিলন রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।