শুক্রবার থেকে রংপুর চিনিকলের আখমাড়াই শুরু


প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধা জেলার একমাত্র ভারীশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে শুক্রবার শুরু হচ্ছে ২০১৪-২০১৫ মৌসুমের আখমাড়াই কার্যক্রম।

এটি এ চিনিকলের ৫৮তম মাড়াই মৌসুম। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আখমাড়াই মৌসুমের শুভ সূচনা করবেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আওতাধীন অন্যান্য চিনিকলগুলোর মতোই রংপুর চিনিকলেও গত দুই মৌসুমে উৎপাদিত প্রায় সব চিনিই অবিক্রিত রেখে এবারের মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে।

বর্তমানে এ চিনিকলের গুদামে ১৯ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৩৪২ টন চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষ এবার ৪৫ দিনে চিনিকলের আওতাধীন এলাকার ৫ হাজার ৩৭০ একর জমিতে উৎপাদিত ৬০ হাজার টন আখমাড়াই করে ৬ দশমিক ৫০ শতকরা হারে আহরণ করে ৩ হাজার ৯০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক জানান, ৫০ টাকা থেকে কয়েক দফায় দাম কমিয়ে ৩৭ টাকা কেজি নির্ধারন করেও চিনি বিক্রি না হওয়ায় সব চিনিকলের মতো এ চিনিকলেরও লোকসানের বোঝা বাড়ছেই।

তিনি আরও জানান, এ অবস্থাতেই ২০১৪-২০১৫ মৌসুমের আখমাড়াই মৌসুমের উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।