ভাঙারি দোকান থেকে ৯ মোটরসাইকেল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলায় একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে পুরাতন বিভিন্ন মডেলের ৯টি চোরাই মোটরসাইকেল, সাতটি সেচ পাম্পসহ বিভিন্ন মালামালসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাসস্ট্যান্ডের পাশে একটি মেশিনারিজ পুরাতন (ভাঙারি) মালামাল ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানের গুদাম ঘর থেকে ৯টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল, ১১টি তেলের ট্যাংকি, মোটরসাইকেলের পুরাতন ৩টি চেসিস, মোটরসাইকেলের পুরাতন সাতটি ইঞ্জিন, চারটি ক্যাসিন, দুটি আংশিক ইঞ্জিন ও ৯টি সেচমোটর পাম্প উদ্ধার করা হয়। এ সময় পুলিশ দোকানের মালিক শেখ আফসার আলীকে (৫২) আটক করা হয়। সে উপজেলার পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সমেত আলীর ছেলে।
ওসি আরও বলেন, ভাঙারি দোকানে চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ক্রয় ও বিক্রয় হয়ে থাকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দোকানের মালিকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। তাকে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/জিকেএস