আগুনে পুড়ে মারা গেলো ৮ গবাদিপশু, বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১১ মার্চ ২০২৪

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে চারটি গরু ও চারটি ছাগল মারা গেছে। গবাদিপশু রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক।

রোববার (১০ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার নগর ইউনিয়নের তালশো স্কুলপাড়া এলাকায় রহমত আলীর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম বরকত আলী (৪০)। তালশো স্কুলপাড়া এলাকার রহমত আলীর ছেলে। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গোয়ালঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।