৯০০ কেজি ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১০ মার্চ ২০২৪

ফেনীর ছাগলনাইয়ায় ৯০০ কেজি ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (৯ মার্চ) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌধুরী রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে চিনিবোঝাই ট্রাকটি জব্দ করে বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক দক্ষিণ সতর গ্রামের চৌধুরী রাস্তা দিয়ে ফেনীর দিকে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ওঠার সময় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি টহল দলের হাতে আটক হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, এই ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের ভেতর ১৮০টি বস্তায় থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।