প্রথম নারী মেয়র পেলেন মুন্সিগঞ্জবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৯ মার্চ ২০২৪

মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। এর ফলে প্রথমবারের মতো নারী মেয়র পেলো মুন্সিগঞ্জবাসী। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের মাহতাবউদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট।

শনিবার (৯ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ।

চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের স্ত্রী।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯ ওয়ার্ডের ২৫টি কেন্দ্রের ভোটগ্রহণ চলে। ইভিএম পদ্ধতিতে দিনভর ২২ হাজার ৬০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৩৯ শতাংশ।

প্রসঙ্গত, পৌরসভার মেয়রপদ থেকে মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় মেয়রপদ শূন্য ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।