চাঁদপুরে ইজতেমায় ১০ হাজার মুসল্লির জুমা আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ মার্চ ২০২৪

চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা। শুক্রবার (৮ মার্চ) ইজতেমা ময়দানে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী একসঙ্গে জুমা নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) ফজরের নামাজের পর থেকে জামাতের ইজতেমার কার্যক্রম শুরু হয়।

জানা যায়, শহরের স্টার আলকায়েত জুট মিল সংলগ্ন বালুর মাঠে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, মরক্কো ও ভারত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া বাহরাইন ও চীন থেকে আগরা দুদিন আগে সফর করে যান।

তাবলীগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার আল্লাহর একত্ববাদ এবং রাসুল পাক (সাঃ ) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।

তিনি আরও জানান, শনিবার (৯ মার্চ) জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।

শরীফুল ইসলাম/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।