ল্যাপটপ পেলেন ভৈরবের ৮০ নারী ফ্রিল্যান্সার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৮ মার্চ ২০২৪

ল্যাপটপ পেলেন কিশোরগঞ্জের ভৈরবের ৮০ জন নারী নবীন ফ্রিল্যান্সার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার’ প্রকল্পের অধীনে ভৈরব উপজেলার ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের ছয় মাসের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মিলনায়নে নবীন নারী ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

এ সময় বলা হয়, উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া এসব ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। প্রথম ধাপে ৮০ জন নবীন নারী ফ্রিল্যান্সারের মাঝে ল্যাপটপ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি ধাপে ১৬০ জনকে প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পের আওতায় আনা হবে। তাদেরকেও বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে।

অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। ‘হার পাওয়ার’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম টিটুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রকল্পের সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম, জাহিদ হোসেন ও তন্ময় সিকদার প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন, ডিজিটাল মার্কেটিং ব্যাচের প্রশিক্ষণার্থী রোকসানা আক্তার ইমি, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের তাসলিমা আক্তার, গ্রাফিক্স ডিজাইন ব্যাচের মোছাম্মদ সাজিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস প্রীতি।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী জান্নাতুল ফেরদৌস প্রীতি বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নিয়ে স্বপ্ন দেখেছেন। আমরা সেই স্বপ্নের অংশ হতে পেরেছি। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা আজ ডিজিটাল বাংলাদেশের অংশ হয়ে স্মার্ট বাংলাদেশের অংশ হতে চাই। আমরা আজ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে ডলার আয় করতে পারছি। এত বড় প্রকল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত।

রাজীবুল হাসান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।